Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha

বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

গ্রামঃবাগজুর, ইউনিয়নঃশরীফপুর,উপজেলা কুলাউড়া,জেলাঃমৌলভীবাজার।

গ্রামের অবস্থান: বাগজুর শরীফপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ভারতের সীমান্তবর্তী প্রতন্ত্য অঞ্চলের একটি ছোট্র গ্রাম।বাগজুর গ্রাম উত্তর এবং দক্ষিণ ও পুর্বে অবস্থিত এবং পশ্চিমে মনু নদী ও ভারতের ত্রিপুরা রাজ্য। বাগজুরের উত্তরে শরীফপুর গ্রাম এবং দক্ষিণ ও পুর্বে তেলিবিল গ্রাম অবস্থিত।

নামকরণঃ কথিত আছে পুর্বে বাগজুর ছিল জঙ্গল এবং ছোট্র একটি খাল ছিল, (স্হানীয়রা জুর হিসেবে ডাকত) সেখানে প্রতিদিন বাঘ এসে জুরে পানি খেত এবং মানুষের মুখে মুখে বাগজুর প্রচারিত হয় পরবর্তীতে মানুষের বসবাস উপযোগী হলে সেই থেকে বাগজুর নামকরণ করা হয়।

এই গ্রামসহ আশপাশের গ্রামে অসংখ্য অনেক গভীর নলকুপ রয়েছে যেই নলকূপগুলো থেকে অটোমেটিকভাবে পানি আসে অবিরত ২৪ ঘন্টা।

প্রতিষ্ঠান: এই ছোট্ট গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং দুইটি জামে মসজিদ রয়েছে।

সম্মাণিত ব্যক্তিবর্গঃ

 • ১.মোঃআব্দুল কাইয়ুম,সুপারভাইজার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
 • ২.মোবারক আলী,সম্মানীত ব্যক্তি।
 • ০৩. এম এ মুহিত
 • ৪.হাজী রমজান আলী,সাবেক ইউপি সদস্য
 • ০৩ নং ওয়ার্ডের।
 • ৫.মোঃআব্দুল কাদির পারবেজ, সাবেক সহকারী একান্ত সচিব,সৈয়দ মহসিন আলী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।
 • ৬.আব্দুল আহাদ,বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সিকিউরিটি এসিস্ট্যান্ট ও সাবেক ব্যাক্তিগত সহকারী, সৈয়দা সাজেদা চৌধুরী সাবেক সংসদ উপনেতা। এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদ উপনেতা থাকাকালীন অবস্হায় উনার পার্সোনাল স্টাফ ছিলেন।
 • ০৭.মোঃফাহাদ চৌধুরী কয়েছ, একান্ত সহকারী সচিব, পীর ফজলুর রহমান, বিরোধী দলীয় হুইপ।
 • ০৮.মোঃ শামসুল হক,তেলিবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শরীফপুর ইউপির বিএনপির সাধারণ সম্পাদক।
 • ০৯.মোঃ ইয়াজিদ আলী,বটতলা বাজার কমিটির বর্তমান সভাপতি।
 • ১০.মোঃ আব্দুল কাদির মাস্টার।
Alam Kibria Pasha
অজ্ঞাত

Recent Posts

 • নয়ানগর

৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন

প্রিয় ৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন নয়ানগর, মেলান্দহ, জামালপুর গ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের…

3 months ago
 • ফটিকছড়ি

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…

8 months ago
 • চর বিষ্ণুপুর

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…

8 months ago
 • আলীহাট

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…

9 months ago
 • বাংলাদেশ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…

9 months ago
 • বাংলাদেশ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…

9 months ago
Alam Kibria Pasha