Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha

বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

গ্রামঃবাগজুর, ইউনিয়নঃশরীফপুর,উপজেলা কুলাউড়া,জেলাঃমৌলভীবাজার।

গ্রামের অবস্থান: বাগজুর শরীফপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ভারতের সীমান্তবর্তী প্রতন্ত্য অঞ্চলের একটি ছোট্র গ্রাম।বাগজুর গ্রাম উত্তর এবং দক্ষিণ ও পুর্বে অবস্থিত এবং পশ্চিমে মনু নদী ও ভারতের ত্রিপুরা রাজ্য। বাগজুরের উত্তরে শরীফপুর গ্রাম এবং দক্ষিণ ও পুর্বে তেলিবিল গ্রাম অবস্থিত।

নামকরণঃ কথিত আছে পুর্বে বাগজুর ছিল জঙ্গল এবং ছোট্র একটি খাল ছিল, (স্হানীয়রা জুর হিসেবে ডাকত) সেখানে প্রতিদিন বাঘ এসে জুরে পানি খেত এবং মানুষের মুখে মুখে বাগজুর প্রচারিত হয় পরবর্তীতে মানুষের বসবাস উপযোগী হলে সেই থেকে বাগজুর নামকরণ করা হয়।

এই গ্রামসহ আশপাশের গ্রামে অসংখ্য অনেক গভীর নলকুপ রয়েছে যেই নলকূপগুলো থেকে অটোমেটিকভাবে পানি আসে অবিরত ২৪ ঘন্টা।

প্রতিষ্ঠান: এই ছোট্ট গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং দুইটি জামে মসজিদ রয়েছে।

সম্মাণিত ব্যক্তিবর্গঃ

  • ১.মোঃআব্দুল কাইয়ুম,সুপারভাইজার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
  • ২.মোবারক আলী,সম্মানীত ব্যক্তি।
  • ০৩. এম এ মুহিত
  • ৪.হাজী রমজান আলী,সাবেক ইউপি সদস্য
  • ০৩ নং ওয়ার্ডের।
  • ৫.মোঃআব্দুল কাদির পারবেজ, সাবেক সহকারী একান্ত সচিব,সৈয়দ মহসিন আলী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।
  • ৬.আব্দুল আহাদ,বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সিকিউরিটি এসিস্ট্যান্ট ও সাবেক ব্যাক্তিগত সহকারী, সৈয়দা সাজেদা চৌধুরী সাবেক সংসদ উপনেতা। এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদ উপনেতা থাকাকালীন অবস্হায় উনার পার্সোনাল স্টাফ ছিলেন।
  • ০৭.মোঃফাহাদ চৌধুরী কয়েছ, একান্ত সহকারী সচিব, পীর ফজলুর রহমান, বিরোধী দলীয় হুইপ।
  • ০৮.মোঃ শামসুল হক,তেলিবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শরীফপুর ইউপির বিএনপির সাধারণ সম্পাদক।
  • ০৯.মোঃ ইয়াজিদ আলী,বটতলা বাজার কমিটির বর্তমান সভাপতি।
  • ১০.মোঃ আব্দুল কাদির মাস্টার।
Alam Kibria Pasha
অজ্ঞাত

Recent Posts

  • বাংলাদেশ

5 মিনিটে পাসপোর্ট চেক করার easy ও best উপায়

আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…

3 weeks ago
  • বাংলাদেশ

ই-পাসপোর্ট বাংলাদেশ 2024 – আবেদন, ফি, সুবিধা ও সকল তথ্য

১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…

3 weeks ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 2024

বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…

1 month ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ পদ্ধতি

জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস  যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…

1 month ago
  • বাংলাদেশ

Birth certificate check :কিভাবে নিশ্চিত করবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…

1 month ago
  • বাংলাদেশ

ভ্যালেন্টাইন ডে এর প্রকৃত ইতিহাস/ Actual History of Valentines Days

চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…

1 month ago
Alam Kibria Pasha