নোয়াগ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

নোয়াগ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে অন্তর্ভুক্ত নােয়াগ্রাম এই গ্রামের নামকরণ সম্পর্কে গ্রামের বিশিষ্ট প্রবীণ ব্যক্তিদের সাথে আলােচনা করলে জানা যায় যে , নােয়াগ্রামটি ছিল হিন্দু অধ্যুষিত এলাকা । এখানে দুটি প্রসিদ্ধ হিন্দু পরিবারের অস্তিত্ব পাওয়া যায় । প্রথমত ঠাকুর পরিবার ও দ্বিতীয়ত দত্ত পরিবার । অনুমান করা যায় , গ্রামটির একটি প্রাচীন নাম ছিল । তবে বিষয়টি উদ্ধার করা যায়নি, বিষয়টি গবেষণাযােগ্য । তবে এইটুকু বলা যায় যে , এ অঞ্চলে হিন্দুত্ববাদের পতন ঘটিয়ে , কয়েকটি মুসলিম পরিবার যখন বসতি স্থাপন শুরু করেছিল তখন থেকে এই গ্রামের নাম নয়াপাড়া হিসেবে চিহ্নিত হয় । পরবর্তীকালে এই নয়াপাড়া বা নয়াগ্রাম > নােয়াগ্রাম । এভাবেই নােয়াগ্রামের সৃষ্টি । এই গ্রামের কবি ও সাংবাদিক মীর তরিকুল ইসলাম উপযুক্ত মন্তব্যে একমত পােষণ করেন ।