মাঝিয়ারা শ্যামগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মাঝিয়ারা শ্যামগ্রাম ইউনিয়ন

শ্যামগ্রাম ইউনিয়নের অন্তর্গত মাঝিয়ারা একটি গ্রাম । এটি একটি মৌজা । এই মৌজা জে , এল নং – ১১২ । এই স্থানটির নামকরণ সম্পর্কে ঐ স্থানের প্রবীণ লােকদের মুখে শুনতে পাওয়া যায় যে , এখানে মাঝিদের আনাগােনা ছিল এবং এই স্থানটি ছিল জঙ্গলে পরিপূর্ণ । ধীরে ধীরে মাঝিরা এই জঙ্গল বা আঞ্চলিক শব্দ আরা । ( জঙ্গল ) পরিষ্কার করেন । এইভাবে একটি পর্যায়ে এই স্থানটির নামকরণ হলাে মাঝিয়ারা । স্থানীয় ভাষায় এই মাঝিয়ারাকে মাইজজারা বলে ডাকা হয়