ধূরুয়া গ্রাম রামগোপালপুর ইউনিয়ন
অপরূপ সুন্দর্যে ভরা, মনোমুগ্ধকর পরিবেশে ছেয়ে যাওয়া অামাদের গ্রাম “ধূরুয়া” এ গ্রামের উল্লেখ্য ব্যাক্তির মধ্য রয়েছেন মো:নাজিম উদ্দিন (এমপি ) যিনি ১৯৭০ এর সাধারন নির্বাচনে অাওয়মী লীগ এর পক্ষে জয় লাভ করেছিলেন, তিনি অামাদের গ্রামে নিজের নামে “ধূরুয়া নাজিম উদ্দিন উচ্ছ বিদ্যালয় ” স্কুল স্থাপন করেন । এছাড়া অামাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উল্লেখ্য অামাদের গ্রামে ছোট বড় চারটি বিল রয়েছে সেখানে (শাপলা ফুল,পদ্ম ফুল, ভিবিন্নন প্রজাতির কচুরি পানা,ঘাস, পাখি,) যাদের সুন্দর্য অামাদের মনকে প্রতিনিয়তই ছুয়ে যায় ।