ধন্দহ পশ্চিম পাড়া গ্রাম বাউসা ইউনিয়ন

ধন্দহ পশ্চিম পাড়া গ্রাম বাউসা ইউনিয়ন

আমার গ্রামের নাম ধন্দহ পশ্চিম পাড়া। এটি ০৫ নং বাউসা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এক বিশাল বিলের ধার ঘেঁষে গ্রামের অবস্থান যেটা এনে দিয়েছে গ্রামের অপরুপ সৌন্দর্য্য। গ্রামের পূর্ব দিকে বোয়ালিয়া পাড় গ্রাম,পশ্চিম দিকে নওটিকা,উত্তর দিকে ফতেপুর বাউসা ,এবং দক্ষিণ দিকে রাধাকান্তপুর গ্রামের অবস্থান। গ্রামের উত্তর-পশ্চিম দিক দিয়ে একটা বিল রয়েছে। যেটা ধন্দহর বিল নামে পরিচিত।

গ্রামে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ স্থান সমূহের মধ্যে রয়েছে শুধু ১ টি মসজিদ। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস কৃষি ও ব্যাবসা।শীতকালে খেজুরের রস ও গুড়ের আমেজ বিদ্যমান এই গ্রামে। গ্রামের প্রায় ১০০০ মানুষের বসবাস।

উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গের মধ্যে রয়েছেন – 

  • ১. আলহাজ্ব মনির উদ্দিন প্রামাণিক (বিশিষ্ট সমাজসেবক)
  • ২. করিম সরকার (বিশিষ্ট সমাজসেবক)
  • ৩. কামরুল ইসলাম (সহকারী শিক্ষক, ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়)
  • ৪. নজিম মাস্টার (অবসরপ্রাপ্ত শিক্ষক, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়)
  • ৫. আব্দুল হোসেন (বিশিষ্ট সমাজসেবক)
  • ৬. খাজের উদ্দিন (সহকারী শিক্ষক, সালামপুর উচ্চ বিদ্যালয়
  • ৭. ঝুন্টু ইসলাম (বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ)
  • ৮. রন্জু ইসলাম (ব্যবসায়ী)
  • ৯. আব্দুল মমিন (কৃষক) উল্লেখযোগ্য প্রমুখ