দড়িকান্দি গ্রাম নারায়ণপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দড়িকান্দি গ্রাম নারায়ণপুর ইউনিয়ন

আমাদের গ্রাম এর নাম দড়িকান্দি। এটি নরসিংদী জেলার বেলাব থানার নারায়ণপুর ইউনিয়ন এর মাঝে খানে অবস্থিত। আমাদের গ্রামটি ঢাকা সিলেট মহাসড়ক এর পাশে অবস্থান। গ্রামের নাম করন নিয়ে সঠিক কোন ইতিহাস কেউ বলতে পারে নাই। আমাদের গ্রাম এর শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তিনটি এবং দুইটা সমাজল্লান সংসদ রয়েছে।

আমাদের গ্রাম এর নামে একটা পেজ রয়েছে।  এখানে সকল তত্ত্ব পেয়ে যাবেন। আমাদের গ্রাম এর পশ্চিম পাশে রয়েছে হোসেন নগর গ্রাম। পুর্ব আর দক্ষিনে সুবিশাল আবাদি জমি আর উত্তর দিক দিয়ে ঢাকাসিলেট মমহাসড়ক। আমাদের গ্রাম এর ২০% বিদেশে থাকে ৩০% সরকারি বেসরকারি চাকরি করে ৩০% বেবসা করে আর ২০% কৃষি কাজ করে।