দীর্ঘসাইর গ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দীর্ঘসাইর গ্রাম শ্যামগ্রাম ইউনিয়ন

নবীনগরের পশ্চিম ইউনিয়নের শ্যামগ্রামের অন্তর্ভুক্ত এই দীর্ঘসাইর গ্রামখানি । মজার ব্যাপার হলাে , এখানকার স্থানীয় অধিবাসীগণ গ্রামটির প্রকৃত উচ্চারণ করতে পারেন না । বেশির ভাগ বলেন ডিচাইল । এই ডিচাইল শব্দের অর্থ কোনাে অভিধানে পাওয়া যাবে না । এই শব্দটি বিকৃত উচ্চারণ । এই গ্রামের নামকরণ সম্পর্কে এই গ্রামের প্রবীণ বিশিষ্ট চিকিৎসক ডাঃ লাল মিয়া বলেন , এই গ্রামটির মাঝখানে একটি বড় দিঘি রয়েছে । এই দিঘির চারদিকে যারা বসতি স্থাপন করেছেন তারাই হলেন এখানকার প্রাচীন বসতি । এই দিঘিটি দেখলে একটি সাগর বা সাগরের মতাে মনে হবে । প্রকৃত অর্থে এই দিঘিটাকেই দীর্ঘসাগর বলে মনে হয় । ফলে এই গ্রামটির নাম হয় দীর্ঘসাগর বা দীর্ঘসাইর। অর্থাৎ দীর্ঘসাগরকে কেন্দ্র করেই এ গ্রামের সৃষ্টি বলে , গ্রামটির নাম দীর্ঘসাইর । এটি একটি আলাদা মৌজা । এর জে . এল নং – ১৯ ।