দমদমা গ্রাম আহসানগঞ্জ ইউনিয়ন
আমাদের গ্রাম আমার দেখা সেরা গ্রাম। আমার গ্রাম আমার ফুসফুসের মতো, আমাকে আমার গ্রাম সবসময় টানে,। আমার গ্রাম আমাদের আত্রাই উপজেলা থেকে পশ্চিম দিকে ৫-৬ কিলোমিটার দূরে অবস্থান করছে,। আমাদের গ্রামে দুইটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আমাদের গ্রামের অধিকাংশ ছেলে মেয়েরা সেখানে থেকে পড়াশোনা করে এখন অনেক ভালো অবস্থানে আছে । আমার গ্রামের মানুষ পরস্পর সহোযোগিতা মনোভাব নিয়ে মানুষের পাশে থাকে,। আমার গ্রামে বিভিন্ন রাজনৈতিক মতবাদের মানুষ একসঙ্গে বসবাস করে, পরস্পরের সাথে পরস্পরের অনেক ভালো সম্পর্ক,। আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি