দমদমা গ্রাম আহসানগঞ্জ ইউনিয়ন

hard logo

দমদমা গ্রাম আহসানগঞ্জ ইউনিয়ন

আমাদের গ্রাম আমার দেখা সেরা গ্রাম।  আমার গ্রাম আমার  ফুসফুসের মতো, আমাকে  আমার গ্রাম সবসময় টানে,। আমার গ্রাম আমাদের আত্রাই উপজেলা থেকে পশ্চিম দিকে ৫-৬ কিলোমিটার দূরে অবস্থান করছে,। আমাদের গ্রামে দুইটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 

আমাদের গ্রামের অধিকাংশ ছেলে মেয়েরা সেখানে থেকে পড়াশোনা করে এখন অনেক ভালো অবস্থানে আছে । আমার গ্রামের মানুষ পরস্পর সহোযোগিতা মনোভাব নিয়ে মানুষের পাশে থাকে,। আমার গ্রামে বিভিন্ন  রাজনৈতিক  মতবাদের মানুষ একসঙ্গে বসবাস করে, পরস্পরের সাথে পরস্পরের অনেক ভালো সম্পর্ক,। আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি