দক্ষিণ খুকশিয়া গ্রাম নাকাই ইউনিয়ন
চারিদিকে নদী বেষ্টিত গ্রাম টি হচ্ছে দঃ খুকশিয়া যেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপের লীলাভূমি ৷প্রায় তিন হাজার মানুষের বসবাস৷ খাল বিলের পাাাশে আছে নাানার রকম গাছপালা। বসন্তে ফুুলের সৌরভের সমাহার । গোবিন্দগঞ্জ থেকে 15km দূরে অবস্থিত ৷ এখানে সরকারীভাবে একটা কমিউনিটি হাাাাসপাতাল। একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় । আছে চার টি মসজিদ,আছে একটি মনদির ।
নামকরণের ইতিহাস নিয়ে তেমন প্রমাণ নেই । রাজনৈতিক ব্যক্তিত্ব তেমন নেই ৷
- আছে সমাজ সেবক তার মধ্যে
- ডাক্তার খলিলুর রহমান(01716244650)
- সার্ভেয়ার নুরুজ্জামান প্রধান (01778663144)
- মোহাম্মদ আলী বাদশা,
- শফিকুল মাস্টার ,
- শাহজাহান মাস্টার ,
- ফয়জার রহমান বাবলু (সাজেদা ।ফাউন্ডেশন M. D),
- তরুণ প্রজন্মের যুবক জাহাঙ্গীর (01850235435),
- জোবায়ের,
শামীম,সানজিদ,পলাশ,কিবরিয়া উল্লেখযোগ্য।