ধুতুরবাড়ী গ্রাম রাজাহার ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ধুতুরবাড়ী গ্রাম রাজাহার ইউনিয়ন

আমাদের গ্রামের নাম ধুতুরবাড়ী, এই গ্রামটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে অবস্থিত। এটি একটি মৌজা ও বটে। যাহার জে,এল নম্বর ৭৬। আমাদের গ্রামের উত্তর পাশে গোয়াল কান্দি, দক্ষিন পাশে গোপালপুর,পূর্ব পাশে পার্বতী পুর এবং পশ্চিম পাশে বানেশ্বর গ্রাম অবস্থিত।

গ্রামে প্রায় ৪০০ লোকের বসবাস তারমধ্যে কিছু সরকারি চাকুরী করে,কিছু মানুষ বেসরকারি চাকুরী,কিছু মানুষ বিভিন্ন পেশায়জড়িত। আমাদের গ্রামে একটি হাফেজিয়া মাদরাসা রইয়াছে। আমাদের গ্রামের মানুষ গুলো অত্যন্ত সহজ সরল। গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। এই গ্রামে অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ ছিলেন।

যাহার মধ্যে উল্লেখযোগ্য হলেন আহছান আলী,শাহ মোঃ আবু হেনা,শাহ মোঃ দুদু মিয়া, মোঃ ফিরোজ কবির, ফেরদৌস রহমান সরকার,   ছাইদালী,শাহজাহান আলী সহ আরো অনেকেই গন্যমান্য ব্যক্তি। তাঁরা এই গ্রামের উঠান বৈঠক সহ গ্রাম্য শালিস করে থাকেন। কিছু মানুষের মোবাইল নম্বর হলো ০১৭২২৭৮৪৩৫০,০১৭৩৮৭১৮২৯২,০১৭৩৯৫৯৩৬৮৫,০১৭৩৩১৩৮২৮৫