ঝিনাইয়া গ্রাম রসুলপুর ইউনিয়ন
গ্রামের নাম ঝিনাইয়া। এটি কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা রসুলপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম। যার উত্তরে রয়েছে খাইয়ার গ্রাম, পূর্বে রয়েছে খাইয়ার ও বুড়িরপাড় গ্রা, দক্ষিণে রয়েছে জিনুতপুর গ্রাম, পশ্চিমে রয়েছে রসুলপুর গ্রাম তাছাড়া দক্ষিণ-পশ্চিম কর্ণারে রয়েছে আব্দুল্লাপুর গ্রাম।
কৃষি কাজ এই গ্রামের মূল পেশা হলেও বর্তমান সময়ে গ্রামের অধিকাংশ পুরুষ প্রবাসী। ফলে গ্রামের মানুষের আর্থিক অবস্থাও বেশ ভাল। শিক্ষা প্রতিষ্ঠান বলতে গ্রামে কেবল একটি প্রাইমারি স্কুলের কথাই বলা যায়। যার নাম হচ্ছে ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তবে এই গ্রামে দিন দিন শিকার হার বৃদ্ধি পাচ্ছে যার ফলস্বরূপ গ্রামের অনেক ছেলে মেয়ে দেশের সেরা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অধ্যায়ন করছে। গ্রামটি মূলত উত্তর পাড়া, দক্ষিণ পাড়া ও মধ্য পাড়ায় বিভক্ত। তবে গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই গ্রামে বিগত ২০ বছর যাবত মেম্বারগন সিলেকশন এর মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে যা গ্রামের একতার বর্হিঃপ্রকা।
গ্রামে তিনটি পাড়া থাকলেও মসজিদ রয়েছে দুটি যা উত্তর ও দক্ষিণ পাড়ার মসজিদ নামে পরিচিত। গ্রামের উত্তর পাশে একটি নদী রয়েছে যা ঝিনাইয়া ও খাইয়ার গ্রামকে বিভক্ত করেছে তবে উভয় গ্রামের মানুষে মধ্যে যোগাযোগের জন্য নদীটির উপরে রয়েছে একটি ছোট ব্রিজ। ব্রিজটির উভয় পাশেই একটি মার্কেট তৈরি হয়েছে যা দুই গ্রামের মানুষেদের কাছে প্রধান কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
তাছাড়া গ্রামের পশ্চিম পাড়ায় আরো দুটি ছোট ব্রিজ রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে গ্রামটি একটি অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি।