জোবারপাড় গ্রাম বাগধা ইউনিয়ন

hard logo

জোবারপাড় গ্রাম বাগধা ইউনিয়ন

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদর থেকে ৫ কিঃমিঃ পশ্চিমে আমাদের জোবারপাড় গ্রাম। আমাদের গ্রামে প্রাইমারি ও হাই স্কুল আছে, আছে “চার্চ অব বাংলাদেশের”  অধীনে ছেলে হস্টেল এবং মেয়ে হস্টেল । “চার্চ অব  বাংলাদেশের ” দ্বিতীয় বৃহত্তম অফিস বা মিশন আমাদের গ্রামে।

আমাদের গ্রামে একজন মহাপুরুষের জন্ম আছে তার নিজের নামে করা বড় আশ্রম শ্রীমৎ স্বামী মনোহর গোস্বামী  ভক্তসংগ সেবা আশ্রম,  প্রত্যেক বছর মাঘ মসের পূর্ণিমা তিথীতে এখানে বড় অনুষ্ঠান হয়  লাখ লাখ ভক্তের সমাগম ঘটে। আমাদের গ্রামে শিক্ষার হার প্রায় ৯৬% ।

আমাদের গ্রামের মহিলারাও অনেক স্বাবলম্বী তারা MCC (Manonite Central Committee) নামক একটি হস্ত ও কুটির শিল্পতে কাজ করে। শতভাগ বিদ্যুৎয়ীত গ্রাম যোগাযোগ ব্যবস্থা ও ভালো। তেমন বড় ধরনের অপ্রিতীকর ঘটনা ও নেই সব মিলিয়ে সবাই সবার বিপদে আপদে আসে। সর্বোপরি আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম।