সাহমল্লিকদী গ্রাম আলগী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

সাহমল্লিকদী গ্রাম আলগী ইউনিয়ন

আমার গ্রামের নাম সাহমল্লিকদী ।ফরিদপুর জেলার ভাংগা থানার আলগী ইউনিয়নের 7নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত  ।এই গ্রামের দক্ষিণ পার্শ্বে পীরেরচর গ্রাম, উত্তর পার্শ্বে চরকান্দা এবং পশ্চিমে খারদিয়া ও বালিয়াচরা গ্রাম । পূর্ব পার্শ্বে কুমার নদ, নদী পার হলে রায়পাড়া সদরদী গ্রাম, যার অর্ধেক ভাংগা পৌরসভা আর অর্ধেক চুমুরদী ইউনিয়নের অন্তর্ভূক্ত ।

ধারণা করা হয় শতবর্ষ পূর্বে এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাহাদের কৃত্তিবাস ছিল এবং সে থেকেই সাহমল্লিকদী নামকরণ । বর্তমানে এই গ্রাম শতভাগ মুসলিম ।

আমাদের গ্রামে একটি মহিলা মাদ্রাসা এবং ছেলেদের জন্য একটি হাফেজি মাদ্রাসা আছে। আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে । এছাড়া একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হওয়ার কথা ছিল কিন্তু গ্রামের কেউ জায়গা না দেয়ার কারণে তা এখন পাশের গ্রাম পীরেরচরে,  যদিও বিদ্যালয়ের নাম এখনও “সাহমল্লিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ।

আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের ওয়ার্ডের ইউ পি সদস্য এই গ্রামেরই সন্তান । একজন মিলিটারী অফিসার, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন এই গ্রামের দুই কৃতি সন্তান,  এছাড়া বেশ কিছু ছেলে-মেয়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তা – কর্মচারী হিসেবে কাজ করছেন ।

জনাব কাওসার ভূইয়া, চেয়ারম্যান, আলগী ইউনিয়ন পরিষদ । মোবা : 01712-83 96 34