জাফরবৈরাটী গ্রাম বৈরাটি ইউনিয়ন
আমাদের গ্রামটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার জেলার পূর্বধলা থানার বৈরাটী ইউনিয়ন এ অবস্থিত।
আমাদের গ্রামের নাম জাফর বৈরাটী ।
অন্যন্য গ্রামের মতোই আমাদের গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ও শান্তিপূর্ণ একটি গ্রাম। আর আমাদের গ্রামে রয়েছে একটি স্কুলসহ একটি মসজিদ।
বাংলাদেশের অন্যন্য ছোট গ্রামগুলোর মধ্য এটি অন্যতম। আমাদের গ্রামটি তিনটি বাড়ি নিয়ে গঠিত। আমাদের গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো সহযোগিতা,ন্যায়পরায়ণতা,পরোপকারীতা, ইত্যাদি।
আমাদের গ্রামের উত্তরপাশে রয়েছে কাজলা গ্রাম এই গ্রামেই চিরশায়িত আছে মুক্তিযুদ্ধের চেতনা বীর মহানায়ক ১১ নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের । দক্ষিণপাশে কালিহর বিল।পূর্বপাশে দাড়িয়াকোনা গ্রাম।পশ্চিমপাশে রয়েছে মৌজাবৈরাটী।
আমাদের গ্রামের কাকতালীয় ব্যাপার হচ্ছে তিনটি ইউনিয়ন এর শেষপ্রান্তে আমাদের গ্রাম অবস্থিত।
আমাদের গ্রামে মাত্র ২৮৫ জন জনসংখ্যার মধ্যে
ভোটার ২২৪ জন।
স্বাক্ষরতার হার ৯৮%
তার মধ্যে
পুরুষ ৫৭%
গুগল ম্যাপে
Bairati
https://maps.app.goo.gl/we4Pyy3yPxU3xvys5