ভিঁটি গাও গ্রাম সালুয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ভিঁটি গাও গ্রাম সালুয়া ইউনিয়ন

ভিঁটি গাও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন এর প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ছোট্ট একটি গ্রাম।এই গ্রামের পূর্ব দিকে মাইঝপাড়া(মধ্যপাড়া) পশ্চিমে সালুয়া আর উত্তর ও দক্ষিণে বিশাল চাষের জমি রয়েছে যেগুলো বর্ষা কালে পানি দ্বারা প্লাবিত হয় এবং যথাক্রমে মার্গা বন্দ ও ফাসাইট্যা বন্দ নামে পরিচিত।

এই গ্রামের নামকরণ এর সঠিক ইতিহাস এই গ্রামের সবচেয়ে গুণী, প্রবীণ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওলানা শফি উদ্দীন সাহেব(দা.বা) এর কাছে থেকে পাওয়া তথ্য মতে সেন বংশের লোকেরা এই পানিতে নিমজ্জিত গ্রামে মাছ ধরার জন্য ছোট ছোট ভিট তৈরি করেছিলেন যা থেকে পরবর্তীতে ভিঁটিগ্রামের নামকরণ করা হয়।

এই গ্রামে আছেন মহান মুক্তিযুদ্ধের কমান্ডার মিজবাহ উল হক।এছাড়া আরো অনেক বীর মুক্তিযোদ্ধাদের বাস এই গ্রামে।এখানকার মানুষ খুবই সাধারণ এবং ধর্মপ্রাণ, গ্রামের সবাই গুরুজন এবং আলেম সমাজ কে শ্রদ্ধা করেন।এখানে অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। এই গ্রামে ভিটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যা বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত নির্মানাধীন।

এই গ্রামের যাতায়াত ব্যাবস্থা খুবই ভালো।গ্রামের বেশিরভাগ কিশোররা ই শহর মুখী।এই গ্রামের অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে এবং বাংলাদেশ এর রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখে।কেউ বা আবার শহরে স্ত্রী পুত্র নিয়ে বসবাস করে, ঈদ মওসুমে নাড়ির টানে ফিরে আসে।এই গ্রামের শতভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।