ছলিমগঞ্জ ইউনিয়ন
ছলিমগঞ্জ ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১৮নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ। নবীনগর উপজেলার পশ্চিম দিকে ছলিমগঞ্জ ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে বাড়িকান্দি ইউনিয়ন, পূর্ব দিকে শ্যামগ্রাম ইউনিয়ন এবং দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে বাঞ্চারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন।
গ্রামসমূহ
বাড্ডা
চর বাড্ডা
বন্দে বাহার চর
কাজীরগাঁও
কাদৈর
বড়াইল
নিলখী
রাজনগর
বাড়াইল কৈবর্ত্যপাড়া