চর সগুনা গ্রাম ঘোষেরপাড়া ইউনিয়ন
চর সগুনা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নাম্বার ঘোষের পাড়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড। চর সগুনা গ্রামটির উত্তরে দিলালের পাড়া গ্রাম, দক্ষিণে কাহেতপাড়া গ্রাম, পশ্চিমে গুনারিতলা ও বীরসগুনা গ্রাম, পূর্ব দিকে আমেরত্তী ও চাড়ালকান্দি গ্রাম। গ্রামটির নামকরণ ইতিহাস নিয়ে নানা মতামত রয়েছে ,তবে প্রসিদ্ধ মতামত হলো ভৌগোলিক দিক থেকে নিচুস্তরে অবস্থান ফলে বন্যায় সমগ্র এলাকায় পানি নিচে ডুবে যায় সেই জন্যেই”চর “নামটির উদ্ভব হয়।
অনেক আগে এ অঞ্চলে শকুনের আগমন বেশি ঘটত, সেই শকুন থেকে প্রথমে শকুনা , পরবতীতে সগুনা নামকরণ হয়েছে। গ্রামটি জনসংখ্যা সাত হাজার জন। গ্রামটি নানা কারণে প্রসিদ্ধ, গ্রামটিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,১। ৭০ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২। উত্তর সগুনা প্রাথমিক বিদ্যালয়। দুইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১। এ.সি.এস.উচচ বিদ্যালয় ২। এস.এম.মোখলেছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ রয়েছে এস.এম.শিখা মোখলেছুর রহমান কলেজ। তিনটি মাদ্রাসা, ছয়টি মসজিদ রয়েছে,
একটি বিশাল ইদগাহ মাঠ রয়েছে পাশ্ববর্তী এলাকা আমেরত্তী, চাড়ালকান্দি, ছবিলাপুর, কাহেতপাড়া, বীরসগুনা গ্রামের ধর্ম প্রাণ মুসলমানরা ইদের নামাজ আদায় করেন। গ্রামের জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কেনাবেচা জন্য রয়েছে এ.সি.এস. বাজার। সপ্তাহে দুইদিন শনিবার এবং মঙ্গলবার বাজার বসে। গ্রামে রয়েছে অনেক প্রথিতযশা শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, ব্যবসায়ী, দানবীর ।