চর ইসলামপুর গ্রাম মুছাপুর ইউনিয়ন

hard logo

চর ইসলামপুর গ্রাম মুছাপুর ইউনিয়ন

আমাদের এই গ্রামের নামটি কাগজে-কলমে চর শ্রীরামপুর, আর আমরা বর্তমানে গ্রামের নামটা কে ডাকি চর ইসলামপুর নামে, অতীতে এ গ্রামের নাম ছিল নীলচর , কারণ আমাদের এই গ্রামে অতীতে নীল চাষ করা হয়েছিল তাই আমাদের এই গ্রামের নাম ছিল নীলচর। আমাদের এই গ্রামটি বর্মপুত্র নদীর পশ্চিম পাশে অবস্থিত এবং আমাদের এই গ্রামটিতে একটি স্কুল আছে স্কুলের নাম হচ্ছে চর শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় এবং বেশকিছু মসজিদ আছে।

আমাদের এই গ্রামের দক্ষিণা একটি রাস্তা আছে এবং তার সাথে লম্বা দুটি গ্রাম উত্তর দিকে নাঙ্গলবন নামে এলাকাটা আছে পূর্বদিকে আছে বর্মপুত্র নদি তার সাথে কাইকারটেক হাট বা বাজার। এবং পশ্চিম দিকে আছে বিশাল এক স্কুল স্কুলটির নাম হল শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।