পুকুরপাড় গ্রাম আজিমনগর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পুকুরপাড় গ্রাম আজিমনগর ইউনিয়ন

প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সজ্জিত একটি গ্রাম।গ্রামটি আজিমনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওতাধীন।গ্রামের জনসংখ্যা প্রায় 1100,যার 98% ই মুসলিম বাকি 2% হিন্দু ধর্মাবলম্বীর।  গ্রামের পশ্চিম পাশে রয়েছে আজিমনগর গ্রাম,দক্ষিণ পাশে  রায়নগর,পূর্ব পাশে মিয়া পাড়া ও কর্নিকান্দা এবং উত্তরে ঈশ্বরদী অবস্থিত।

গ্রামের মাঝ বরাবর একটি রাস্তা রয়েছে যেটি আজিমনগর গ্রাম ও শিমুলবাজার কে সংযুক্ত করেছে।গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে একটি খাল,যেটি গ্রামের পানি চলাচলের একমাত্র অবলম্বন।আর এ খালের উপরে নির্মিত হয়েছে একটি 25 মিটার লম্বা সেতু।এলাকার শিক্ষাদীক্ষা প্রসারের জন্য রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি মাদ্রাসা । ধর্মীয় উপাসনার জন্য রয়েছে 5 টি মসজিদ।  কৃষি প্রধান এ গ্রামের চালিকাশক্তি কৃষক৷ গ্রামের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কৃষি খাতের। পাশাপাশি প্রবাসীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।