কৈখলা গ্রাম বায়েক ইউনিয়ন
খলা অর্থ মাঠ। যে মাঠে কৈ মাছ পাওয়া যেত, সেই মাঠ সংলগ্ন গ্রাম কৈখলা। অন্যমতে কৈলা অর্থ কাঠ বা কয়লা, যে মাঠে বা স্থানে কাঠ বােঝাই হতাে। তাকে কৈলাখলা> কৈখলা বলা হয়। এ অঞ্চল বনজসম্পদে পরিপূর্ণ। মাটির নিচে কাঠ কয়লা পাওয়া যায়। গ্রহণযােগ্য মত আসলে খলা কৈ? খলা নেই। খলা কৈ থেকে কৈখলা।