একনজরে বায়েক ইউনিয়ন

বায়েক ইউনিয়ন
বায়েক ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ।
কসবা উপজেলার সর্ব-দক্ষিণ দিকে বায়েক ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর-পূর্ব দিকে রয়েছে কায়েমপুর ইউনিয়ন, পশ্চিম দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ও চান্দনা ইউনিয়ন, দক্ষিণ দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্ব ও উত্তর উভয় দিকে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ।

  • চারুয়া
  • নয়নপুর
  • কোনাঘাটা
  • বায়েক
  • কান্দারপাড়
  • ধনবাজপুর
  • কৈখলা
  • বড় বায়েক
  • সাগরতলা
  • জয়দেবপুর
  • কোল্লাপাথর
  • হরিপুর
  • বিদ্যানগর
  • মাদলা
  • খাদলা
  • নিচন্তপুর
  • গোগীনগর
  • গৌরাঙ্গুলা
  • বাড়ীখলা
  • বাদালিয়া
  • শ্যামপুর
  • পুটিয়া
  • বেলতলী
  • বালিয়াহুড়া
  • কাশিরামপুর
  • রধুরামপুর
  • চাঁন্দখলা
  • সস্তাপুর
  • মিজ্জাপুর
  • ধোপাখলা
  • নোয়াপাড়া
  • নয়নপু হাট
  • রাজভল্লবপুর

বায়েক ইউনিয়নের নামকরণ : বাউক> বাহুক> বাঁক। শব্দটির উৎপত্তি মধ্যযুগীয় বাংলা শব্দ থেকে। বিজনা নদীটি কৈখলা গ্রাম হয়ে বায়েক গ্রামে প্রবেশ করেই উত্তর-পশ্চিমে বাক নিয়ে উত্তরে কসবার দিকে প্রবাহিত হয়। নদীটি বায়েক গ্রামে, একবার বাঁক নিয়েছে বলেই গ্রামটির নাম বায়েক।