কাজীরগাঁও গ্রাম ছলিমগঞ্জ ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের একটি ঐতিহাসিক গ্রাম কাজীরগাঁও । এটি আলাদা মৌজা । জে . এল নং – ১২ । গ্রামটির নামকরণে রয়েছে ঐতিহাসিক ঘটনা । কেননা মরহুম শাহ সুফি কাজী গােলাম সারওয়ার ছিলেন কামেল পীর । কেউ কেউ তাঁকে জিন্দাপীর বলে মনে করেন । ব্রিটিশ সরকার কাজী গােলাম সারওয়ারের প্রতি সম্মানপ্রদর্শন করে মাত্র ৫৫ একর জায়গার উপর কাজীরগাঁও নামে একটি নতুন মৌজার সৃষ্টি করেন । মূলত ঐ কাজী শাহ্ সূফি গােলাম সারওয়ার – এর নামেই এই গ্রামটি কাজীরগাঁও হলাে । এ তথ্য পরিবেশনে সকলেই একমত পােষণ করেন ।