মহেশপুর গ্রাম শিবপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মহেশপুর গ্রাম শিবপুর ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের একটি গ্রাম মহেশপুর । মহেশপুর গ্রামের নামকরণ সম্পর্কে জানা যায় যে , দানবীর মহেশ ভট্টাচাৰ্য্য স্মরণে এই গ্রামের নামটি হয়েছে । দানবীর মহেশ ভট্টাচাৰ্য ১৮৫৮ সালে বিটঘর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি দানবীর হিসেবে পরিচিত ছিলেন । তিনি কুমিল্লায় । এম ভট্টাচাৰ্য্য ঔষধালয়সহ নানা কল্যাণধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা । নবীনগর পূর্বাঞ্চলে এই মহেশের নামে একটি সড়ক রয়েছে । মহেশপুর গ্রামটি এই দানবীর মহেশ এর নামে প্রতিষ্ঠিত ।