কাজল গ্রাম পাল্টাপুর ইউনিয়ন
আমাদের গ্রামের নাম কাজল। এটি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পাল্টাপুর ইউনিয়নের একটি মনরোম প্রকৃতির একটি গ্রাম। গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। ঢেপা আত্রাই নদীর একটি উপনদী। এই গ্রামটি বীরগঞ্জ পৌরসভার দক্ষিন- পূর্ব দিকে অবস্থিত। এটি উপজেলা শহর থেকে মাত্র ১.৫ কি. মি দূরে।
গ্রামের প্রবেশ করতে হয় ঢেপা নদীর উপর আবস্থিত স্লুইসগেট দিয়ে। কাজল গ্রামের নামকরণ নিয়ে তেমন কিছু জানা যায়নি। এই গ্রমে রয়েছে কাজল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি কওমী মাদ্রাসা। এই গ্রমের প্রান কেন্দ্রে রয়েছে নতুন বাজার/ কালীর হাট নামে একটি বাজার। গ্রমের ১৫-২০ জন ছেলে মেয়ে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এই গ্রামের বতর্মান মেম্বার রস্তম আলী।