ওয়াহেদপুর গ্রাম সুবিল ইউনিয়নের
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ওয়াহেদপুর গ্রাম। এই গ্রামের পশ্চিমে শীবনগর, পূর্বে বুড়িরপাড়,উত্তরে নারায়ন পুর,দক্ষিণে পুটিয়া পাড়া ও হাদিপুর গ্রাম। এই গ্রামে একটি ঈদগাহ,একটি ফাজিল মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি সরকারি প্রাইমারি স্কুল, একটি জুনিয়ার হাই স্কুল,একটি কিন্ডার গার্ডেন ও একটি বাজার আছে।এবং বাজারের সাথে ৪নং সুবিল ইউনিয়ন অফিস ও ইউনিয়ন ভূমি অফিস আছে। আমাদেরে গ্রামে ছয়টি মসজিদ,একটি জিন্দা অলি হজরত কালাই শাহ এর মাজার শরীফ এবং একটি শ্রী শ্রী সংযোগানন্দন গিরিদমের মন্দির আছে।
এই গ্রামের সবচেয়ে ঐতিহ্য স্থান জিন্দা অলি হজরত কালাই শাহ এর মাজার শরীফ। যা তিন শত বছর আগেরে ঐতিহ্য প্রকাশ করে।এর সাথে একটি ১২(বারো) একরের একটি সু- বিশাল দিঘী আছে।দিঘীর তিন পাশে ভূইয়া বাড়ি এবং এক পাশে ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্তান। গ্রামটি মূলত কৃষি কাজের জন্য বিখ্যাত,এখানে প্রচুর পরিমাণে ধান চাষ,সরিষা,গম,মরিচ,মাছ ইত্যাদি চাষ করা হয়,যা থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করা হয় এছাড়া প্রচুর পরিমানে হাস মোরগী গবাদিপশু পালন করা হয় ।
মোঃ সাকাওয়াত হোসেন ভূইয়া