একনজরে হরিপুর ইউনিয়ন

হরিপুর ইউনিয়ন
হরিপুর ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ১২নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। নাসিরনগর উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে হরিপুর ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের উত্তর দিকে রয়েছে গুনিয়াউক ইউনিয়ন , পশ্চিম দিকে পূর্বভাগ ইউনিয়ন ও সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়ন , দক্ষিণ দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন।  

গ্রামসমূহ
হরিণবেড়
আছানপুর
নরহা
শংকরাদহ
আলীয়ারা
জারূয়া
রোস্তুমপুর
মিলনপুর