যে ৭ টি বই জীবনে একবার হলে পড়া প্রয়োজন

সফল ব্যাক্তিদের লিখা ৭ টি বই জীবনে একবার হলেও আপনার পড়া প্রয়োজন। মানুষ স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে পছন্দ করে। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে। স্বপ্ন দেখতে সহজ হলেও বাস্তবায়িত করা টা অনেক কঠিন। প্রচুর  ইচ্ছে এবং পরিশ্রম করার তীব্র মন মানুষিকতা ছাড়াও অভিজ্ঞতা এবং কলাকৌশল জানা থাকলে সফলতা অনেকটাই নিশ্চিত। আজ আমরা ৭ জন সফল ব্যাক্তির ৭ টি বই নিয়ে আলোচনা করবো। যারা তাদের সাফল্যের পিছনের অভিজ্ঞতা এবং কলাকৌশল বিস্তারিত তুলে ধরেছেন। বই গুলো যে কোন বয়স  এবং পেশার মানুষ জীবনে একবার হলেও পড়া প্রয়োজন কারণ বই গুলো আপনাকে নতুন ভাবে ভাবিয়ে তুলবে। বই গুলোর বাংলা এবং ইংলিশ উভয় ভার্শন পোস্টের শেষে দেওয়া আছে।

Rich Dad Poor Dad

এটি একটা অসাধারণ বই সেখানে বড়লোক বাবা এবং গরীব বাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। বড় লোক বাবারা তাদের সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে উন্নতির দিকে নিয়ে যায় অপর দিকে গরিব বাবারা অজ্ঞতার কারণে সন্তানকে সঠিক গাইডলাইন দিতে ব্যর্থ হয়। ফলে বড় লোকরা আরো বড় হয় গরিবরা আরো দরিদ্র হয়। লেখক এই দুই সীমান্তের মধ্যবর্তী বিষয় নিয়ে আলোচনা করেছেন।

The 4-Hour Work Week
বর্তমানে সফল লোকের  চেয়ে ব্যর্থ লোকের সংখ্যা অনেক বেশি। আর ব্যর্থ হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে অলসতা। অলসতা একটি খুব বড় কোন রোগ নয় এটা বিলাসিতারই একটা অংশ। এই অলসতা কাটিয়ে কিভাবে একজন পরিশ্রমী মানুষ হওয়া যায়।এই বই টি তে সেগুলোর পর্যায় এবং ধাপগুলি সম্পর্কে খুব সুন্দরভাবেে বর্ণনা করেছেন লেখক।

The Magic of Thinking Big
আমারা প্রতিনিয়ত দেখি যারা খুব বড় কিছু নিয়ে চিন্তা করে তাদের নিয়ে উপহাস অনেকেই । ভ্রামন হয়ে চাঁদে হাত, আদা বেপারী জাহাজের খবর নেই ইত্যাদি আরও নানা কথা বলি কিন্তু জীবনে বড় চিন্তা করা টা কতটা গুরুত্বপূর্ণ  লেখক তা খুব যুক্তিসহ তুলি ধরেছেন।

The 7 Habits of Highly Effective People
জীবনে সফল হতে হলে পরিশ্রম করা যেমন জরুরী তেমনি ভাল অভ্যাস গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সফল লোকদের জীবন গল্পের পিছনে যে গোপন শক্তি কাজ করে সেটি হচ্ছে  ভাল অভ্যাস। এই বইয়ে ভাল অভ্যাস গড়ে তুলার কৌশল এবং কী কী অভ্যাস গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন।

Think & Grow Rich
এই বইটি আপনার উদ্দিপনা এবং চিন্তা শক্তিকে সমৃদ্ধ করতে সহয়তা করবে। উদ্দেশ্যের পথকে সামনে রেখে চিন্তা করার কিছু অভিনব কৌশল এবং চিন্তা করার ব্যাতিক্রম প্রক্রিয়া শিখতে পারবেন।

Secrets of the Millionaire Mind
এই বইটির লেখক নিজেই একজন মিলনিয়ার। জীবনে সফল হতে হলে অন্য সবার চেয়ে একটু আলাদা করে ভাবতে হবে। নিজের মন কে মনের বাহিরের জগতের সাথে পরিচয় করাতে হবে। আর সেই মনের বাহিরের বিষয় গুলো কি কি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে বইটি তে।

The Art of war
এই পৃথিবীতে এখন আর হাতিয়ার দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধ হয় এখন প্রতিযোগিতার মাধ্যমে। একজন অন্যজন কে পাল্লা দিয়ে প্রতিনিয়ত ছুটে চলছে জীবন যুদ্ধারা। সেই সহযুদ্ধাদের সাথে পাল্লা দিয়ে নিজেকেও একজন উপযুক্ত যুদ্ধা গড়ে তুলবেন।

এখান থেকে বই গুলো পড়ে নিন

বইয়ের নামবাংলা ভার্শনইংলিশ ভার্শন
Rich Dad Poor Dad ReadRead
Secrets of the Millionaire MindReadRead
Think & Grow RichReadRead
The Magic of Thinking Big:ReadRead
The Art of War:ReadRead
The 7 Habits of Highly Effective People:ReadRead
The 4 hour work WeekReadRead