গুনিয়াউক ইউনিয়ন
গুনিয়াউক ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৮নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। নাসিরনগর উপজেলার পূর্ব দিকে গুনিয়াউক ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে হরিপুর ইউনিয়ন , পশ্চিম দিকে পূর্বভাগ ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়ন , উত্তর দিকে ফান্ডাউক ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে চাপৈরতলা ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন।
গ্রামসমূহ
বড় নিশ্চিন্ত পুর
দাওড়া
গুটমা
চিতনা
বুরুঙ্গা
করগ্রাম
উল্লেখযোগ্য বিষয় : এই গ্রামে অসংখ জ্ঞানী গুনীর জন্মস্থান ৷ হযরত শাহজালাল র: এর সফর সঙ্গি ৩৬০ জন আউলিয়ার ১ জন সৈয়দ ম আলী শাহ র: এর পবিত্র মাজার শরীফ গুনিয়াউকে, উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিষ্টার আব্দুর রসুল সাহেব এর জন্য গুনিয়াউক গ্রামে, কবি মতিউর রহমান ও মহান জাতীয় সংসদের প্রথম পার্লামেন্ট মেম্বার জনাব মন্জুর আলী সাহেবের জন্মস্থান গুনিয়াউকে ৷ গুনিয়াউকের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ গুনিয়িউক উচ্চ বিদ্যালয় আছে যাতে অনেক জ্ঞানী গুনী শৈশব শিক্ষা অর্জন করেছে এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে গুনিয়াউক গ্রামের অনেক কৃতি সন্তান সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করেন ৷ ১৯৬৫ সালে গুনিয়াউক গ্রামে ১০ বেড একটি হাসপাতাল নির্মান করা হয় ৷ যার ফলে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে এই হাসপাতালে অনেক আহত মুক্তিযুদ্ধাদের সেবা দানে হাসপাতাল কর্তিপক্ষ অগ্রনি ভুমিকা পালন করে ৷ গুনিয়াউকে একটি বাগান বাড়ি আছে যা বর্তমানে কাইকোবাদ ওয়ান্ডার পার্ক করা হচ্ছে ( কাজ চলছে ) ৷ সর্বশেষ গুনিয়াউক গ্রামে যাদের জন্ম তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ৷ ব্রাক্ষণবাড়িয়া জেলায় জন্য গ্রহন করে গর্ব বোধ করি ৷
মুন্সী মোহাম্মদ হৃদয়