একনজরে গুনিয়াউক ইউনিয়ন

গুনিয়াউক ইউনিয়ন
গুনিয়াউক ইউনিয়ন টি নাসিরনগর উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৮নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নাসিরনগর থানার অন্তর্ভুক্ত। এটি জাতীয় সংসদ এর ২৪৩ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের অংশ বিশেষ। নাসিরনগর উপজেলার পূর্ব দিকে গুনিয়াউক ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে হরিপুর ইউনিয়ন , পশ্চিম দিকে পূর্বভাগ ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়ন , উত্তর দিকে ফান্ডাউক ইউনিয়ন  এবং পূর্ব দিকে রয়েছে চাপৈরতলা ইউনিয়ন ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন।

গ্রামসমূহ
বড় নিশ্চিন্ত পুর
দাওড়া
গুটমা
চিতনা
বুরুঙ্গা
করগ্রাম

উল্লেখযোগ্য বিষয় : এই গ্রামে অসংখ জ্ঞানী গুনীর জন্মস্থান ৷ হযরত শাহজালাল র: এর সফর সঙ্গি ৩৬০ জন আউলিয়ার ১ জন সৈয়দ ম আলী শাহ র: এর পবিত্র মাজার শরীফ গুনিয়াউকে, উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিষ্টার আব্দুর রসুল সাহেব এর জন্য গুনিয়াউক গ্রামে, কবি মতিউর রহমান ও মহান জাতীয় সংসদের প্রথম পার্লামেন্ট মেম্বার জনাব মন্জুর আলী সাহেবের জন্মস্থান গুনিয়াউকে ৷ গুনিয়াউকের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ গুনিয়িউক উচ্চ বিদ্যালয় আছে যাতে অনেক জ্ঞানী গুনী শৈশব শিক্ষা অর্জন করেছে এ ছাড়া  মহান মুক্তিযুদ্ধে গুনিয়াউক গ্রামের অনেক কৃতি সন্তান সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করেন ৷ ১৯৬৫ সালে গুনিয়াউক গ্রামে ১০ বেড একটি হাসপাতাল নির্মান করা হয় ৷ যার ফলে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে এই হাসপাতালে অনেক আহত মুক্তিযুদ্ধাদের সেবা দানে হাসপাতাল কর্তিপক্ষ অগ্রনি ভুমিকা পালন করে ৷ গুনিয়াউকে একটি বাগান বাড়ি আছে যা বর্তমানে কাইকোবাদ ওয়ান্ডার পার্ক করা হচ্ছে ( কাজ চলছে ) ৷ সর্বশেষ গুনিয়াউক গ্রামে যাদের জন্ম তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি ৷ ব্রাক্ষণবাড়িয়া জেলায় জন্য গ্রহন করে গর্ব বোধ করি ৷

মুন্সী মোহাম্মদ হৃদয়