আখাউড়া দক্ষিণ
আখাউড়া উপজেলার অন্যতম ইউনিয়ন আখাউড়া দক্ষিণ। ইহা আখাউড়া উপজেলার ৫ নং ইউনিয়ন। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের পোস্টকোড ৩৪৫০ এবং জিও কোট ৯০। আখাউড়া উপজেলার পূর্ব উত্তর দিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত। এর উত্তর দিকে আখাউড়া উত্তর ইউনিয়ন , পশ্চিম দিকে আখাউড়া পৌরসভা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন, দক্ষিণ দিকে মোগড়া ইউনিয়ন এবং পূর্ব দিকে রয়েছে ভারতের ত্রিপুরা প্রদেশ।
গ্রামসমূহ
- নূরপুর
- সাতপাড়া
- কালিনগর
- বড়কুড়িপাইকা
- ছোট কুড়িপাইকা
- হীরাপুর
- দ্বিজয়পুর
- আনন্দপুর
- বঙ্গেরচর
- কেন্দুয়াই
- রহিমপুর
- বীরচন্দ্রপুর
- সাহেবনগর
- কালিকাপুর
- আব্দুল্লাহপুর