সাতবসু গ্রাম ভাড়াশিমলা ইউনিয়ন
আমাদের গ্রামের নাম সাতবসু। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে অবস্থিত গ্রামটি। এই গ্রামটিতে প্রায় ৩০০০ লোক বসবাস করে। এই গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য যে কার ও মন জুড়িয়ে যাবে। ছায়ায় ঘেরা মায়ায় ঘেরা আমাদের এই ছোট্ট গ্রামটি। এই গ্রামটি সবুজ শ্যামল, শান্ত, মনোরম এক জনপদ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, টুইটুম্বর খাল বিলে ভরা পদ্ম।
এই গ্রামের মধ্যে দিয়ে একটি আকা-বাকা পাকা সড়ক চলে গেছে যার দুই পাশে সবুজ গাছ-পালা দিয়ে পরিবেষ্টিত। এছাড়া অনেক কাচা, আধাপাকা রাস্থা রয়েছে, যাতে সারাদিন গ্রামের মানুষ চলাচল করে। এই গ্রামের পশ্চিম পাশ দিয়ে ইছামতী নদী বয়ে গেছে, যেটির অপর প্রান্তে ভারত অবস্থিত। ইছামতী নদীতে মাছ আরোহন করে গ্রামের অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন।
এই গ্রামে অনেক মাছের ঘের অবস্থিত। মাছ চাষ ছাড়াও এই গ্রামের মানুষ পান চাষ করে থাকেন। অধিকাংশ মানুষ অবশ্য কৃষি কাজ করেন। এছাড়া গ্রামে অনেক চাকুরী জীবী বসবাস করেন, তাদের মধ্য বেশিরভাগ শিক্ষক। এই গ্রামে সাধারণত ধান, পাট, সরিষা, গম, আলু, পেয়াজ, সহ অন্যান্য সবজি চাষ করা হয়। এছাড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে হাস, মুরগী, কবুতর, গরু ও ছাগল পালন করা হয়। তাছাড়া অনেকে আলাদা ভাবে মুরগির খামার এ করে থাকে।
এই গ্রামে নানা প্রজাতির পাক পাখালি দেখা যায়। সকাল হতে না হতেই তাদের কিচিরমিচির আওয়াজে সকলের ঘুম ভাঙ্গে। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটা মসজিদ অবস্থিত। গ্রামের খুব কাছেই একটা মাধ্যমিক বিদ্যালয় ও অবস্থিত। এই গ্রামে ধনী গরিব সব ধরনের মানুষ কাধে কাধ মিলিয়ে বসবাস করে।
এই গ্রামে ছোট বড় অনেক দোকান অবস্থিত, অনেকে তাঁত শিপ্লের সাথে ও জড়িত এই গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম ভ্যান, ইজিবাইক ইত্যাদি। এক কথায় বলা যায়, সারি সারি গাছ পালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়ি, শান বাধানো পুকুর সব মিলিয়ে চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর ।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…