নাজিরপুর গ্রাম নবাবপুর ইউনিয়ন
নাজিরপুর গ্রামটি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৯ নং নবাবপুর ইউনিয়নে অবস্থিত।
নামকরণ: কথিত আছে যে, এই গ্রামে বৃটিশ আমলে উজির-নাজিরদের বসবাস বেশী ছিল বলে নাজিরপুর গ্রাম নামকরণ করা হয়। নাজিরপুর সবুজে ঘেরা নয়নাভিরাম একটি গ্রাম। সুশীল সমাজের সমারোহ রয়েছে এ গ্রামে। এখানে, পরস্পরের সুখ দুঃখে এগিয়ে আসে সবাই।
নাজিরপুরের দক্ষিণে ৮ নং আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম, উত্তরে অত্র ইউনিয়নের শহিদ শহিদুল্লাহ কায়সার ও জহির রায়হানে জন্মস্থান মজুপুর গ্রাম, পুর্বে সুলতানপুর গ্রাম ও পশ্চিমে মহদিয়া গ্রাম অবস্থিত।
এ গ্রামে ঐতিহ্যবাহী নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসা ও ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চবিদ্যালয় ও সুফিয়া খাতুন মহিলা মাদরাসা রয়েছে। তাছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠন বিদ্যমান আছে। এরমধ্যে উল্লেখযোগ্য সামাজিক সংগঠন আল-আমীন সোসাইটি। আল-আমীন পাঠাগার ও অপরটি আল- আমীন নুরানি মাদরাসা নামে যার দুটি শিক্ষা প্রকল্প পুরো উপজেলায় পরিচিতি অর্জন করেছে। সমাজ সেবায় আবদানের জন্য প্রতিষ্ঠানটি ২০০১ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জেলা প্রশাসক, ফেনী থেকে পুরুষ্কারও লাভ করে। বর্তমানে আল আমীন সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী মো: এরশাদ উল্যাহ চৌধুরী।
উল্লেখ্য যে, অত্র গ্রামের মধ্যে একটি বাজার রয়েছে বাজারটির নাম ভোরবাজার। ভোরে বাজারটি বসে বলে বাজারটির নাম ভোরবাজার রাখা হয়। উক্ত বাজারে সোস্যাল ইসলামী ব্যাংকের একটি শাখা কার্যক্রমও রয়েছে। তাছাড়া দুটি এজেন্ট ব্যাংকিং রয়েছে; একটি ইসলামী ব্যাংকের অপরটি ডাচ বাংলা ব্যাংকের। এলাকার প্রায় ৪০% লোক প্রবাসী।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…