তারাকান্দি গ্রাম কামারিয়া ইউনিয়ন
গ্রামের অবস্থানঃ শেরপুর জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত তারাকান্দি গ্রামটির উত্তরে কামারিয়া, দক্ষিণে আন্ধারিয়া, পূর্বে আলিনাপাড়া ও পশ্চিমে বারঘরিয়া গ্রাম অবস্থিত। শেরপুর জেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে এবং ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা উপজেলা থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্রকৃতির অপরুপ চিত্রে তারাকান্দি।
প্রশাসনিক তথ্যঃ তথ্য পরিক্রমা থেকে জানা যায় দেশ বিভাগের আগেও প্রশাসনিক ক্ষেত্রে এবং স্বাধীনতার পর ১৯৮৪ সালে শেরপুর জেলায় উপনীত হওয়া থেকে শুরু করে সবসময়ই তারাকান্দি গ্রামটি প্রচলিত নামেই পরিচিত। এ গ্রামের নামকরণের ক্ষেত্রে তেমন ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে অনেকের মতে, টিলা বা উচুতে দাঁড়িয়ে আকাশে তারা বা তারকা গণনা থেকে তারাকান্দি নামের নামকরণ হয়েছ।
ইতিহাস ও ঐতিহ্যঃ ইতিহাস ও সংস্কৃতিতে সম্বৃদ্ধ ঐতিহ্যবাহী তারাকান্দি। জারীগান, সারিগান, পালাগান, কিচ্ছা-কাহিনী, যাত্রাপালা, পুথি-পত্র, বিনোদন মুলক ম্যাগাজিন অনুষ্ঠান সহ সকল সামাজিক, ধর্মীয় ও আধুনিক সাংস্কৃতির কার্যক্রমের সাথে জড়িত এখানকার সহজ সরল স্বভাবের লোকসমাজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দুষ্কৃতকারী রাজাকার ও আলবদরের সহায়তায় এ গ্রামের সাধারণ মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দেয় পাকবাহিনী।
প্রতিষ্ঠানঃ এ গ্রামে রয়েছে ১টি বালিকা উচ্চ বিদ্যালয়, ১টি প্রাইমারি স্কুল, ২টি প্রাইভেট স্কুল, ৪টি জামে মসজিদ, ১টি ওয়াক্তের মসজিদ, ১টি মক্তব, ১টি বাজার (প্রতিদিন), ১ টি ঈদগাহ মাঠ, ১ টি বড় খেলার মাঠ, কতিপয় বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…
View Comments
I love my village, Tarakandi