আসলে আমার/আমাদের গ্রাম সম্পর্কে বলার কিছু নাই। কেন না! সবার কাছে তার নিজ নিজ গ্রাম ও গ্রামের প্রকৃতি খুুুব সুন্দর। তাই গ্রাম ও গ্রামের প্রকৃতির সুন্দরর্যের কথা ভলবো না।
সুদু মাত্র গ্রামের আবস্তান সম্পর্কে ভলবো।
গ্রামের নাম কুরুইন,যা কুমিল্লা জেলার দেবিদ্বারনউপজেলা মোহনপুর বাজার (১৬নং) ইউনিয়ন পরিষদের আন্তর বুক্ত ৩নং ওয়াড। আমাদের গ্রাম ইউনিয়ন পরিষদের মানে মোহনপুরের পশ্চিমে অবস্তিত।
গ্রামের (কুরুইনের) দক্ষিনে ভৈসেরকুট,উত্তরে তালতলা, পূর্বে মোহনপুর ও পশ্চিমে ছেচরাপুকুরিয়া যা সুলতানপুর ইউনিয়ন পরিষদের আন্তর ভুক্ত।
আমি আমাদের গ্রামের উত্তরে থাকি।
আমার গ্রাম (কুরুইন) একটি আর্দশ ও শিক্ষিত গ্রাম। আমাদের গ্রামে একটি সরকারি স্কুল ও কয়েকটি (৫-৬) বেসরকারি (আর্দশ একাডেমি) স্কুল এবং একটি নূরানী হাফেজি মাদ্রাসা আছে।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বলতে (আমি কারো নাম উল্লেখ্য করতে চায়না ) আছেন আনুমানিক ১০-১১ জন সরকারী ও বেসরকারী শিক্ষক/শিক্ষিকা। এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত । এবং আরো বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন।
আড়ফাঙ্গাশিয়া গ্রাম বারাসাত ইউনিয়ন আড়ফাঙ্গাশিয়া গ্রাম খুলনা জেলার তেরখাদা উপজেলার উত্তর দিকের শেষ সীমানা সংলগ্ন…
উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন…
বানিপাকুরিয়া গ্রাম নয়ানগর ইউনিয়নগ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপু জেলার মেলান্দহ উপজেলার ৫…
পাঠলী গ্রাম রাজিউড়া ইউনিয়ন তেলিখালের উত্তরে পাঠলী গ্রাম টি অবস্থিত। এই গ্রামের আদিকাল তেকেই মানুষ…
ডিপি পাড়া গ্রাম লক্ষীছড়ি ইউনিয়ন পরিচিতিঃ ঐতিহ্যবাহী "ডিপি পাড়া" গ্রামখানি খাগড়াছড়ি জেলার অধীনস্হ লক্ষীছড়ি উপজেলার…
বাহের চন্দ্রপুর গ্রাম চন্দ্রপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড, পোস্ট কোডঃ৮০০২, পশ্চিমেঃমাহমুদপুর, পূর্বেঃবিনোদপুর, দক্ষিনেঃহবিপুর, উত্তরেঃচন্দ্রপুর। উল্লেখ…
View Comments
Take love from the core of my heart for this Great initiative. Really felt proud when came to know that you are from B-baria. I am also from here and working as a web designer at fiverr. We all should try to implement this kind of creative work that represents Bangladesh and its people. If I can help you anyway please remember me. Thank you.