হাজীপাড়া আটঘরিয়া পৌরসভা
আটঘরিয়া হাজীপাড়া, আটঘরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড এর অন্তর্গত আমাদের গ্রাম, যার উত্তরে রোস্তমপুর, পশ্চিমে নাগদাহ, দক্ষিণে উত্তরচক, পূর্বে থানাপাড়া অবস্থিত।
আটঘরিয়া হাজীপাড়া রত্নাই নদীর তীরে অবস্থিত, গ্রামটি নামকরণের পিছনে ধর্মীয় ইতিহাস জড়িত, এক সময় হাজী সংখ্যা ছিলো খুব কম, কিন্তু এই গ্রামে অনেকে সে সময় পায়ে হেঁটে হজ্ব পালন করেন, এবং বেশ কয়েকজন হাজীদের বসতি থাকায় এ গ্রামের নাম হাজীপাড়া নামকরণ করা হয়।
হাজীপাড়া গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আল-আমিন শিশু সদন ও হাফিজিয়া কও্বমি মাদ্রাস, প্রায় ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানটি ইসলাম শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব তমিজ উদ্দিন ফকির ছিলেন একজন সূফী ও প্রখ্যাত আলেম, তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানে হাজারো ছাত্র বিনা খরচে ধর্মীয় শিক্ষালাভ করেছে এবং আমাদের গ্রামের উল্লেখযোগ্য এই একটি মাত্র প্রতিষ্ঠান বিদ্যমান।
হাজীপাড়া গ্রামের অধিকাংশ অধিবাসীদের প্রধান পেশা কৃষি, এছাড়াও ব্যাবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যাংকার সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এ গ্রামে মিলেমিশে বাস করে থাকে।
আমাদের গ্রামে একটি মাদ্রাসা সহ দুইটি মসজিদ আছে ও একটি কবরস্থান আছে।