সোনারগাঁও গ্রাম কাশিমপুর ইউনিয়ন
গ্রামের অবস্থান:সোনারগাঁও ৯নং কাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত একটি গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক থেকে একটি পাকা রাস্তা বের হয়ে বন বাংলা-লাংগুলিয়া হয়ে মুক্তাগাছায় গিয়ে মিলিত হয়েছে।সোনারগাঁয়ের পশ্চিমে পালগাও।পূর্বে বনবাংলা। উত্তরে কাতকাই এবং দক্ষিনে রঘুনাথপুর গ্রাম অবস্থিত।গ্রামের উত্তর পার্শ্ব দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে কঁচুয়ার খাল প্রবাহমান।
নামকরণ: ঐতিহাসিক তথ্যমতে, ২০০ বছর আগে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী থানা সোনারগাঁও থেকে তিনজন ব্যক্তি গিয়ে এই গ্রামের গোড়াপত্তন করেন। সে হিসেবেই এ গ্রামের নামকরণ করা হয় সোনারগাঁও।
প্রতিষ্ঠান: ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে দুইটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল রয়েছে। দুইটি মাদ্রাসা আছে। ১৩টিি জামে মসজিদ রয়েছে এবং অসংখ্য মক্তব এ গ্রামে বিদ্যমান। এছাড়া ৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের পুরাতন বিল্ডিংটি এই সোনারগাঁয়েই অবস্থিত। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটিও সোনারগাঁয়ে। গ্রামের মাঝখানে রয়েছে সুপ্রাচীন সোনারগাঁও বাজার।
উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ:সোনারগাঁয়ের রয়েছে সমৃদ্ধশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস। বিভিন্ন সময়ে এ গ্রামে জন্ম নিয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে বিশেষভাবে কয়েক জনের কথা উল্লেখ করছি।
- *মরহুম কেরামত আলী তালুকদার, সাবেক সংসদ সদস্য,সাবেক মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ৯নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ (৩ বার)
- *মরহুম হাছেন আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ।
- *নুরুজ্জামান তালুকদার হারেছ,সাবেক সচিব।
- *আলহাজ্ব আব্দুর রাজ্জাক,সাবেক প্রধান শিক্ষক সোনারগাঁও উচ্চ বিদ্যালয়।
- *আব্দুল মান্নান জোয়ারদার,সাবেক প্রধান শিক্ষক সোনারগাঁও প্রাইমারি স্কুল।
- *জনাব মোখলেসুর রহমান, সহকারি সচিব।
- *মুফতি মশিউর রহমান,বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ।
এছাড়াও অসংখ্য শিক্ষক, সরকারি চাকুরীজীবী,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করে এই ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে।