সােনপাড়া গ্রাম নবীনগর পূর্ব ইউনিয়ন
নবীনগর পূর্ব ইউনিয়নের একটি গ্রাম সােনপাড়া । সােনপাড়া গ্রামটি আলাদা একটি মৌজায় । জে . এল নং – ৭৬ । সােনপাড়া ছােট্ট একটি গ্রাম । এই গ্রামের ৯৫ % হলাে জেলে । প্রাচীনকালে সনাতন বর্মণ নামে এক বিশিষ্ট ব্যক্তি বাস করতেন । এই স্থানটিতে তিনি ছিলেন এ স্থানটির প্রথম বসতি । জানা যায় , ওই সনাতন বর্মণ এর নামেই এই গ্রামটির নাম হয় সােনপাড়া । অবশ্য পরবর্তী পর্যায়ে আঞ্চলিক ও বিকৃতি উচ্চারণে স্থানটির পরিচয় ঘটে সনাতন পাড়া থেকে সােনপাড়া এবং সােনপাড়া থেকে পরবর্তীকালে হুনাপাড়া । এই হুনাপাড়াই এখন প্রচলিত ।