সাতঘড়িয়া গ্রাম কালিকাপুর ইউনিয়ন
সাতঘড়িয়া গ্রামটি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের A(1) ওয়ার্ডে অবস্থিত। আমাদের গ্রামের উত্তরে কাশিপুর, দক্ষিণে সমাসপুর, পূর্বে বিজয়পুর ও পশ্চিমে রয়েছে আব্দুল্লাহপুর নামক গ্রাম।
আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে আমাদের গ্রাম কালিকাপুর ইউনিয়নের A(1) ওয়ার্ডের সর্বনিম্ন স্থানে অবস্থান করলেও শিক্ষার হারে অন্যান্য গ্রামের তুলনায় বেশ এগিয়ে রয়েছে। আমাদের গ্রামে একটি দৃষ্টিনন্দিত মসজিদ ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য স্থান নেই। আর মসজিদের পাশে রয়েছে একটি মকতবখানা; যেখানে গ্রামের ছেলেমেয়েরা ইসলামি শিক্ষা অর্জন করে।
গ্রামের অধিকাংশ লোকই প্রবাসে ব্যবসা কিংবা চাকরি করে জীবিকা নির্বাহ করে। এছাড়া অন্যান্য ব্যক্তিরা চাষাবাদ, শিক্ষকতা কিংবা গ্রামেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। গ্রামের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত হলেও, তারা গ্রামে বেশ সুখে-শান্তিতে বসবাস করছে।