শ্রীনগর গ্রাম কামার খোলা ইউনিয়ন
আমার গ্রামের নাম শ্রীনগর।আমার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভদ্রা নদী। তারপাশেই বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। গ্রামটি ০৬নং কামারখোলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গ্রামে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১ মসজিদ,১টি মাদ্রাসা ও ৩টি মন্দির রয়েছে।
এই গ্রামে হিন্দু মুসলিম একসাথে বসবাস করে। গ্রামের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতি বছর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এটি উপভোগ করতে বিভিন্ন অঞ্চলের মানুষ সমবেত হয়। একসময় এই গ্রাম লবণ পানির চিংড়ী চাষের জন্য বিখ্যাত ছিলো।
যেহেতু এই গ্রামটি সমুদ্র উপকূলের কাছে এবং সুন্দরবনের সাথে হওয়ায় এখানে বন্যা ঘূর্ণিঝড় একটা নৈমত্তিক ঘটনা। এজন্য এখানকার মানুষের অনেক সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে। সিডর ও আইলায় এই গ্রামের মানুষজন ভিটা বাড়ি সর্বহারা হয়ে যায়। এখন আবার নতুন করে তাদের জীবন যাপন শুরু করেছে। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি ও মৎস চাষ।
তাছাড়া সুন্দরবনের বিখ্যাত মধু সংগ্রহ করা। গ্রামের মানুষজন খুবই সহজ সরল এবং বন্ধুত্বপূূূূর্ন বিপদে আপদে একে অন্যকে সাহায্য সহযোগীতা করে। গ্রামের উত্তরে সাহারাবাদ,দক্ষিণে সুতারখালি,পুবে ভদ্রা নদী ও পশ্চিমে পূর্ব জয়নগর গ্রামের অবস্থান।
গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ হচ্ছে-
প্রিয় ৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন নয়ানগর, মেলান্দহ, জামালপুর গ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের…
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…