Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha

শিলাউর গ্রাম সুলতানপুর ইউনিয়ন

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

শিলাউর গ্রাম সুলতানপুর ইউনিয়ন

শিলাউর গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ১১ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের ( ৯ নং ওয়ার্ডের) অন্তর্গত।
সুজলা সুফলা শস্য শ্যামলা ও চারিদিকে সবুজের সমাহার নিয়ে বেষ্টিত এই গ্রামটি। শিলাউর গ্রামের উত্তর পার্শ্বে অবস্থিত সেন্দ গ্রাম এবং দক্ষিণ পাশেই হাবলাউচ্চ মিয়াচাঁনপুর অবস্থিত। এছাড়া শিলাউর গ্রামের পশ্চিমে অবস্থিত বার আউলিয়ার বিল।

শিলাউর গ্রামে ৭টি মসজিদ, একটি ঈদগাহ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন স্কুল (পূর্বে আরো একটি ছিল যা এখন পরিত্যাক্ত),
একটি মাদ্রাসা এবং দুটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং শিলাউর চক বাজার সহ শিলাউর গ্রামে মাজার রয়েছে দুটি।

দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ব্যক্তিবর্গের মতো আমাদের শিলাউর গ্রামেও কিছু ব্যাক্তিবর্গ রয়েছে যাদের মাধ্যমে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করা সম্ভব হয়েছে।

শিলাউর গ্রামে আইনজীবী রয়েছেন ৩ জন
১: এডঃ মোঃ খোরশেদ আলম(শিলাউর)
২: এডঃ ঈদন মিয়া (শিলাউর)
৩: এডঃ ইসমাঈল মিয়া(শিলাউর)

শিলাউর গ্রামে সার্ভেয়ার ( আমিন ) আছেন ১ জন
১: জসিম উদ্দিন ( শিলাউর )

শিলাউর গ্রামে নিকাহ্ রেজিস্টারার রয়েছেন:- ০১ জন
১: দেলোয়ার হোসেন(শিলাউর)

১৯৯৪ ইং হইতে ১৯৯৮ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১. আবুল ফয়েজ – মেম্বার (শিলাউর)
২.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)

১৯৯৯ ইং হইতে ২০০৪ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
২.আনোয়ারা বেগম – মহিলা মেম্বার (শিলাউর) 

২০০৪ ইং হইতে ২০১০ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)

২০১১ ইং হইতে চলমান পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে আছেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
এছাড়া ও ২০১১ সালের পরে দায়িত্বে ছিলেন মহিলা মেম্বার হিসেবে সালেহা বেগম।

শিলাউর গ্রামে বিভিন্ন সময়ে যারা দফাদার/চৌকিদার পদে ছিলেন/আছেন।
১. অনঙ্গ মোহন সরকার
২. জনাব সওদাগর মিয়া
৩. মিজান মিয়া
৪. ফুল মিয়া

কিছু স্বনামধন্য ব্যাক্তিবর্গ
১: ডাঃ কুসুম কুমার চক্রবর্তী(শিলাউর) তিনি স্বনামখ্যাত এমবিবিএস ডাক্তার ছিলেন।
২.শ্রী ননি চন্দ্র চক্রবর্তী (শিলাউর) শিলাউর প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। তিনি ব্রাহ্মচারী ঠাকুর ছিলেন।
৩. সৈয়দ আবুল ফাত্তাহ্ (শিলাউর) তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে প্রধান শিক্ষক ও একজন শিক্ষানুরাগী          ব্যক্তি ছিলেন।

তথ্য সংগ্রহ:
বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে
তানজীম হাসান শামীম
শিলাউর, ব্রাহ্মণবাড়িয়া
Email: thshamim135@gmail.com

Alam Kibria Pasha
তানজীম হাসান শামীম

Recent Posts

  • বাংলাদেশ

5 মিনিটে পাসপোর্ট চেক করার easy ও best উপায়

আপনি কি সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন? এই…

12 hours ago
  • বাংলাদেশ

ই-পাসপোর্ট বাংলাদেশ 2024 – আবেদন, ফি, সুবিধা ও সকল তথ্য

১. ভূমিকা ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট হলো বায়োমেট্রিক পাসপোর্ট যা একটি ইলেকট্রনিক চিপ সহ ইস্যু…

14 hours ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 2024

বর্তমান বিশ্বায়নের যুগে, জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম জানা এবং তা অনুসরণ করা প্রতিটি বাংলাদেশি…

1 week ago
  • বাংলাদেশ

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ পদ্ধতি

জন্ম নিবন্ধন সনদ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস  যা প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি…

1 week ago
  • বাংলাদেশ

Birth certificate check :কিভাবে নিশ্চিত করবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই ঘরে বসে আপনার Birth certificate check…

1 week ago
  • বাংলাদেশ

ভ্যালেন্টাইন ডে এর প্রকৃত ইতিহাস/ Actual History of Valentines Days

চলুন জেনে নেয় ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে , ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট…

1 week ago
Alam Kibria Pasha