শিলাউর গ্রাম সুলতানপুর ইউনিয়ন
শিলাউর গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ১১ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের ( ৯ নং ওয়ার্ডের) অন্তর্গত।
সুজলা সুফলা শস্য শ্যামলা ও চারিদিকে সবুজের সমাহার নিয়ে বেষ্টিত এই গ্রামটি। শিলাউর গ্রামের উত্তর পার্শ্বে অবস্থিত সেন্দ গ্রাম এবং দক্ষিণ পাশেই হাবলাউচ্চ মিয়াচাঁনপুর অবস্থিত। এছাড়া শিলাউর গ্রামের পশ্চিমে অবস্থিত বার আউলিয়ার বিল।
শিলাউর গ্রামে ৭টি মসজিদ, একটি ঈদগাহ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডারগার্টেন স্কুল (পূর্বে আরো একটি ছিল যা এখন পরিত্যাক্ত),
একটি মাদ্রাসা এবং দুটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং শিলাউর চক বাজার সহ শিলাউর গ্রামে মাজার রয়েছে দুটি।
দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ব্যক্তিবর্গের মতো আমাদের শিলাউর গ্রামেও কিছু ব্যাক্তিবর্গ রয়েছে যাদের মাধ্যমে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করা সম্ভব হয়েছে।
শিলাউর গ্রামে আইনজীবী রয়েছেন ৩ জন
১: এডঃ মোঃ খোরশেদ আলম(শিলাউর)
২: এডঃ ঈদন মিয়া (শিলাউর)
৩: এডঃ ইসমাঈল মিয়া(শিলাউর)
শিলাউর গ্রামে সার্ভেয়ার ( আমিন ) আছেন ১ জন
১: জসিম উদ্দিন ( শিলাউর )
শিলাউর গ্রামে নিকাহ্ রেজিস্টারার রয়েছেন:- ০১ জন
১: দেলোয়ার হোসেন(শিলাউর)
১৯৯৪ ইং হইতে ১৯৯৮ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১. আবুল ফয়েজ – মেম্বার (শিলাউর)
২.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
১৯৯৯ ইং হইতে ২০০৪ ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
২.আনোয়ারা বেগম – মহিলা মেম্বার (শিলাউর)
২০০৪ ইং হইতে ২০১০ইং পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে ছিলেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
২০১১ ইং হইতে চলমান পর্যন্ত চেয়ারম্যান/মেম্বার পদে আছেন।
১.আবুল খায়ের – মেম্বার (শিলাউর)
এছাড়া ও ২০১১ সালের পরে দায়িত্বে ছিলেন মহিলা মেম্বার হিসেবে সালেহা বেগম।
শিলাউর গ্রামে বিভিন্ন সময়ে যারা দফাদার/চৌকিদার পদে ছিলেন/আছেন।
১. অনঙ্গ মোহন সরকার
২. জনাব সওদাগর মিয়া
৩. মিজান মিয়া
৪. ফুল মিয়া
কিছু স্বনামধন্য ব্যাক্তিবর্গ
১: ডাঃ কুসুম কুমার চক্রবর্তী(শিলাউর) তিনি স্বনামখ্যাত এমবিবিএস ডাক্তার ছিলেন।
২.শ্রী ননি চন্দ্র চক্রবর্তী (শিলাউর) শিলাউর প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। তিনি ব্রাহ্মচারী ঠাকুর ছিলেন।
৩. সৈয়দ আবুল ফাত্তাহ্ (শিলাউর) তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুলে প্রধান শিক্ষক ও একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন।
তথ্য সংগ্রহ:
বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে
তানজীম হাসান শামীম
শিলাউর, ব্রাহ্মণবাড়িয়া
Email: thshamim135@gmail.com