শিবপুর ইউনিয়ন
শিবপুর ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ।
নবীনগর উপজেলার মধ্যবিন্দুতে শিবপুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকে রয়েছে নবীনগর পূর্ব ইউনিয়ন, উত্তর দিকে বিদ্যাকুট ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে নাটঘর ইউনিয়ন, পূর্ব দিকে কাইতলা উত্তর ইউনিয়ন, দক্ষিণ দিকে বিটঘর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিম দিকে ইব্রাহিমপুর ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নবীনগর পৌরসভা।
গ্রামসমূহ
ধনশি
কনিকাড়া
মিরপুর
দাপুনিয়া
বাঘাউড়া
ওয়ারুক
আটিয়ারা
কাজলিয়া
সাহারপাড়
জুলাইপাড়া
ইসলামপুর
লাউখাড়া
আকবপুর
কমলপুর
শিবপুর ইউনিয়নের নামকরণ : শিবপুরের নামকরণের তাৎপর্য সহজেই অনুমেয় । শিবপুর একটি মৌজা । জে . এল নং – ১৪০ এবং এরিয়া একরে ৯৮০ . ৫৩ । নবীনগর উপজেলা থেকে এর দূরত্ব সাত থেকে আট কিলােমিটার । শিবপুর গ্রামে একটি শিবমন্দির রয়েছে । এই শিবমন্দির থেকে শিবপুর অর্থাৎ শিববাড়ি থেকে যে শিবপুর গ্রামের উৎপত্তি এ নিয়ে কোনাে সন্দেহ নেই । এই শিবপুর গ্রামের নামকরণ নিয়ে এই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নারায়ণচন্দ্র চৌধুরী ( ৮৫ ) বলেন , এই গ্রামের শিবমন্দির বহু প্রাচীন । বলা যায় ৩০০ বছরের ইতিহাস । তৎকালীন এই শিববাড়ির নামেই আজকের এই শিবপুর গ্রাম
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ বাছুরআলগা উত্তর বাছুরআলগা দক্ষিন রামপুর…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…