একনজরে শিবপুর ইউনিয়ন

শিবপুর ইউনিয়ন
শিবপুর ইউনিয়ন টি নবীনগর উপজেলার অন্যতম ১০নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম নবীনগর থানার অন্তর্ভুক্ত । এটি  জাতীয় সংসদ এর ২৪৭ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের অংশ বিশেষ।
নবীনগর উপজেলার মধ্যবিন্দুতে শিবপুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকে রয়েছে নবীনগর পূর্ব ইউনিয়ন, উত্তর দিকে বিদ্যাকুট ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে নাটঘর ইউনিয়ন, পূর্ব দিকে কাইতলা উত্তর ইউনিয়ন, দক্ষিণ দিকে বিটঘর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিম দিকে ইব্রাহিমপুর ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে নবীনগর পৌরসভা।

গ্রামসমূহ
ধনশি
কনিকাড়া
মিরপুর
দাপুনিয়া
বাঘাউড়া
ওয়ারুক
আটিয়ারা
কাজলিয়া
সাহারপাড়
জুলাইপাড়া
ইসলামপুর
লাউখাড়া
আকবপুর
কমলপুর

শিবপুর ইউনিয়নের নামকরণ : শিবপুরের নামকরণের তাৎপর্য সহজেই অনুমেয় । শিবপুর একটি মৌজা । জে . এল নং – ১৪০ এবং এরিয়া একরে ৯৮০ . ৫৩ । নবীনগর উপজেলা থেকে এর দূরত্ব সাত থেকে আট কিলােমিটার । শিবপুর গ্রামে একটি শিবমন্দির রয়েছে । এই শিবমন্দির থেকে শিবপুর অর্থাৎ শিববাড়ি থেকে যে শিবপুর গ্রামের উৎপত্তি এ নিয়ে কোনাে সন্দেহ নেই । এই শিবপুর গ্রামের নামকরণ নিয়ে এই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নারায়ণচন্দ্র চৌধুরী ( ৮৫ ) বলেন , এই গ্রামের শিবমন্দির বহু প্রাচীন । বলা যায় ৩০০ বছরের ইতিহাস । তৎকালীন এই শিববাড়ির নামেই আজকের এই শিবপুর গ্রাম