লালপুর ইউনিয়ন
লালপুর ইউনিয়ন টি আশুগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৭নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম আশুগঞ্জ থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৪ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের অংশ বিশেষ। আশুগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম দিকে লালপুর ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের উত্তর-পশ্চিম দিকে রয়েছে চর চারতলা ইউনিয়ন, উত্তর দিকে আড়াইসিধা ইউনিয়ন পূর্ব দিকে আড়াইসিধা ও শরীফপুর ইউনিয়ন, দক্ষিণ দিকে শরীফপুর ইউনিয়ন, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন ও বীরগাঁও ইউনিয়ন এবং পশ্চিম দিকে রয়েছে মেঘনা নদী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়ন।
গ্রামসমূহ
নোয়াগাঁও
চরলালপুর কান্দাপাড়া
চরলালপুর পশ্চিম পাড়া
হোসেনপুর উত্তর
হোসেনপুর মধ্য
হোসেনপুর টানপাড়া
লামাবায়েক
বায়েক