গ্রামের দৃশ্য ছবি
রায়বাঙ্গালী গ্রাম জগদল ইউনিয়ন
রায়বাঙ্গালী। দিরাই থানাধীন জগদল ইউনিয়নের একটি সুপরিচিত গ্রাম। দিরাই থানার অনেকটা পুর্ব সীয়ান্তঘেষা এই গ্রামটি। উপজেলা সদর থেকে শুকনো মৌসুমে যেতে হবে ১২/১৪ মাইল। বর্ষা মৌসুমে যেতে হলে নৌকা প্রয়োজন। তখন দুরত্ব দাড়ায় ৮/১০ মাইল।
গ্রামের ঠিক পশ্চিম দিকে বয়ে চলেছে ‘হেরাচাপ্টি নদী।’ বর্ষা মৌসুমে পানিতে চেয়ে যায় গ্রামের চারপাশ। শুকনো মৌসুমে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদিটিও শুকিয়ে যায়।
গ্রামের পুর্বদিকে রয়েছে বিশাল ৩ টি হাওর। ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ রয়েছে কয়েকটি করে। গরু চড়ানো আর কৃষিখেতে চেয়ে যায় পুরো হাওর। গ্রামের ঠিক পশ্চিম পাশে নদীর পরেই বিশাল আরেকটি হাওর।
গ্রামটির ঠিক দক্ষিণে অবস্থিত মিটাপুর-বড়বাড়ি গ্রাম। ঠিক পুর্বে ভোরাখালী। উত্তর পুর্বে রয়েছে বাসুরী। ঠিক উত্তরে অবস্থিত আটপুড়িয়া ও জগদল গ্রাম। পুর্ব-দক্ষিণে অবস্থিত রাজনগর (হালেয়া)। ৭ নং জগদল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডভুক্ত এই গ্রাম।
রায়বাঙ্গালী গ্রামের নামকরণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কয়েক শতাব্দিযাবত গ্রামটি সগৌরবে সমুজ্জ্বল। ১৯৮৫ সালে এই গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি দাখিল মাদরাসা। নাম ‘রায়বাঙ্গালী শাহজালাল রহ. দাখিল মাদরাসা। এরও অনেক আগ থেকে গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।
অধ্যক্ষ আব্দুল হামিদ। পার্শ্ববর্তী জগদল মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি রায়বাঙ্গালী গ্রামেই জন্মগ্রহন করেন। সিলেট এম.সি কলেজ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এই গ্রামের হাজী মুছন উল্লাহর ছেলে। দেশ-বিদেশে আরো অনেকেই স্বনামে প্রতিষ্ঠিত রয়েছেন।
গ্রামের ঠিক মধ্যস্থলেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা ও জামে মসজিদ। একটি পাঞ্জেগানা মসজিদ আছে গ্রামে। গ্রামের ঠিক উত্তর পাশেই রয়েছে শাহপরান বাজার।
প্রিয় ৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন নয়ানগর, মেলান্দহ, জামালপুর গ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের…
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…