রামপুর গ্রাম শহীদওহাবপুর ইউনিয়ন
রামপুর গ্রামটি রাজবাড়ি সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত গ্রাম। জেলা শহর রাজবাড়ী থেকে মাত্র ৮কিমি দুরেই এর অবস্থান। এর পশ্চিমে বারবাকপুর,পুর্বে ধুলদিজয়পুর,উত্তরে কল্যাণপুর,দক্ষিনে সাদিপুর।
এখানকার সকল মানুষই মুসলিম।আছে ৬টি মসজিদ, ১টি মাদ্রাসা,১টি প্রাইমারি স্কুল,১টি কমিউনিটি ক্লিনিক,ছোটবড় দুটি বাজার।স্হানীয় গোষ্ঠী বা পরিবারে মধ্যে উল্লেখযোগ্য ঢালি,মোল্লা,ভুঁইয়া পরিবার।কৃষি,প্রবাসী, রাজনিতিবিদ,চাকুরিজীবি,খামারি এখানকার মানুষের পেশা। কুষি জমির পাশাপাশি রয়েছে মৎস্য হ্যাচারি,একটি বড় বিল এবং খাল।
ব্যক্তবর্গের মধ্যে নুর মোহাম্মদ ভুইয়া,গোলাম হোসেন ফরিদ,আঃরহমান মোল্লা,হাবিবুর রহমান মোল্লা, ইউনুস শেখ,ওলিউল্লাহ প্রমুখ।গ্রামের একমাত্র বিসিএস ক্যাডার ইব্রাহিম মোল্লা।গ্রামের অদুরে পশ্চিম দিকে ঢাকা রাজবাড়ী হাইওয়ে। অধিকাংশ রাস্তা পিচঢালা হলেও রয়েছে একটি কাচা রাস্তা যা গ্রামের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। সব মিলিয়ে এক অপরুপ সৌন্দর্যের গ্রাম এটি।সত্যিই আমরা গর্বিত