রামপুর গ্রাম ডোয়াইল ইউনিয়ন
সরিষাবাড়ী পৌরসভা থেকে প্রায় ১১ কিঃমিঃ দক্ষিন-পূর্বে অবস্থিত অামাদের ছোট্ট গ্রামটি। অায়তনে অানুমানিক ১.৫ বর্গ কিঃমিঃ। গ্রামটির পূর্বে রয়েছে রামানন্দনপুর গ্রাম, পশ্চিমে শশারবল, উত্তরে হরখালী এবং দক্ষিনে অবস্থিত গবিন্দপুর। মূলত অামাদের ডোয়াইল ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামের নামকরণ করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের নামানুসার।
অামার জানামতে অনেক অনেক বছর অাগে এই গ্রামগুলোতে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল। অাস্তে অাস্তে তারা বিলুপ্ত হয়ে যায়, জঙ্গলে ঢেকে যায় সবকিছু। তারপর ধীরে ধীরে পুনরায় মানুষের বসতি গড়ে উঠে এখানে। বর্তমানে ৭০০ মানুষের বসবাস গ্রামটিতে। একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে এখানে। সবরকম পেশার মানুষের বসবাস এই ছোট্ট গ্রামটিতে। যেমনঃ ডাক্তার, ইন্জিনিয়ার, সরকারী/বেসরকারী চাকুরীজীবি, পুলিশ, ব্যবসায়ী, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, অটোচালক, রিক্সাচালক, দিনমজুর, কৃষক, জেলে ইত্যাদি।
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের ঠিকানাঃ
Contact: 01776600303
E-mail- smsajib444@gmail.com