রজলী পাড়া গ্রাম মাগুরা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রজলী পাড়া গ্রাম মাগুরা ইউনিয়ন

আমাদের গ্রামের নাম রজলী পাড়া। গ্রামখানি পঞ্চগড় জেলার  মাগুরা ইউনিয়নে অবস্থিত। আমাদের গ্রামের পুর্ব দিকে খাল পাড়া, পশ্চিম দিকে শিংপাড়া, উত্তর দিকে উত্তর খাল পাড়া এবং দক্ষিণ দিকে ধনি পাড়া গ্রাম অবস্থিত। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ‘টাংগন ’ নামের একটি ছোট নদী। যা সমতল ভুমি থেকে উৎপত্তি হয়েছে।
আয়তন ও লোকসংখ্যা : আমাদের গ্রামটি উত্তর-দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে এক কিলোমিটার প্রস্থ। লোকসংখ্যা সারে তিন  হাজারের মতো। গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছে। আমাদের গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এছারাও আমাদের গ্রামের মাঝ খানে একটি অনেক বড় দিঘি রয়েছে যেটি প্রায় ২৪ একর জমির উপর খনন করা হয়েছে।যা রজলীর দিঘি নামে পরিচিত। আমার জানামতে আমাদের গ্রামে কোনো বিক্ষাত বা প্রতিষ্ঠিত ব্যাক্তি নেই। আমাদের  গ্রামে একটি বাজার আছে যা রজলী বাজার নামে পরিচিত।আমার নিজের গ্রাম ছোট হলেও এটি একটি আদর্শ গ্রাম। এই গ্রামের অনেকেই আজ লেখাপড়া শিখে দেশ-বিদেশে বড় বড় চাকরি করছেন।