মুদাফর্দি গ্রাম সুন্দলপুর মডেল ইউনিয়ন
গ্রামের নাম মুদাফর্দি।ছোট্ট একটি গ্রাম।কিন্তুু ছবির মতন না হলেও কম সুন্দর নয়।এই গ্রামের কিছুটা দূড় দিয়েই বয়ে গিয়েছে খিরাই নদী।মুদাফর্দি গ্রামের পূর্বে আছে শিবপুর গ্রাম,পশ্চিমে হামির্দি গ্রাম,উত্তরে আছে গয়েসপুর গ্রাম এবং পশ্চিমে আছে জুরানপুর।এই মুদাফর্দি গ্রামটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১নং সুন্দলপুর মডেল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।পোস্ট অফিস চরগোয়ালি।পোস্ট কোড-৩৫১৭।
দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের নিকটেই এর অবস্থান।তবে এই গ্রামের ঐতিহাসিক বা প্রসিদ্ধ বলতে তেমন কিছু বলার মতন নাই!সিধাসাদা একটা ছোট গ্রাম।এর লোকসংখ্যা প্রায় ১৫০০ জনের মতন।কিন্তু মহান মুক্তিযুদ্ধে এই গ্রামের কিছুটা হলেও অবদান আছে।মান্নাফ ওরফে মোনাফ শহীদ মুক্তিযোদ্ধা যার আত্মত্যাগ গ্রামের সবাইকে গর্বিত করে।বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান(কমান্ডার)বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান এখনো আমাদের মাঝে আছেন।
যাদের নিয়ে আমরা গর্বিত।মুুদাফর্দি গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।তিনটি জামে মসজিদ আছে।শিক্ষার হার প্রায় ৯০%।এই গ্রামের অধিবাসিদের মধ্যে অনেকেই স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেটা সরকারি হউক বেসরকারি হউক।পুলিশ,সেনাবাহিনী, বিজিবি,বিমানবাহিনী, দুদক,এনএসআই,বিসিএস কর্মকর্তা,শিক্ষক,সরকারি হাসপাতালে কর্মরত আছেন।এই গ্রামের আরো একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই গ্রামের অনেকেই প্রবাসে আছেন।