মাঝিকাড়া গ্রাম নবীনগর পৌরসভা
নবীনগর পৌর এলাকার অন্তর্গত মাঝিকাড়া একটি গ্রাম। এটি একটি আলাদা মৌজা । জে , এল নং – ৯৯ । বুড়ি নদী থেকে পৌর সদরের লাগােয়া ব্রিজটির নিচ দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে পশ্চিমে । এই খালটির দক্ষিণে মাঝিকাড়া । জানা যায় যে , এই খালটিতে একসময় মাঝিদের আড্ডাস্থল ছিল এবং এই স্থান থেকে বিভিন্ন অঞ্চলে ক্যারায়া নৌকা পাওয়া যেত । ধারণা করা হয় , ‘ মাঝি ‘ এবং ক্যারায়া ‘ এই শব্দদ্বয়ের সম্মিলন হলাে ‘ মাঝির ক্যারায়া ‘ বা ‘ মাঝিকাড়া ‘ । এই ক্যারায়া শব্দটির উচ্চারণ হলাে কাড়া । আবার কেউ কেউ মনে করেন কাড়া ‘ শব্দটি স্থান হিসেবে ব্যবহৃত হতাে । অর্থাৎ মাঝিদের স্থান হলাে মাঝিকাড়া । এটি নিঃসন্দেহে বলা যায় যে , মাঝিদের নাম অনুসারেই গ্রামটির নাম হয় মাঝিকাড়া ।