মহিষডাঙ্গা গ্রাম খাজুরা ইউনিয়ন
আমাদের গ্রামের নাম মহিষডাঙ্গা। এটি খাজুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এটির পূর্বে আত্রাই নদী ও নাড়িকেলবাড়িয়া গ্রাম, পশ্চিমে গৌরীপুর গ্রাম, উত্তরে পবনডাঙ্গা ও ক্ষুদ্রবোয়ালিয়া গ্রাম, দক্ষিণে মাঠ-ক্ষেত ও আদর্শগ্রাম। গ্রামের এক পাশ ঘেষে রাস্তা আর আর অপর পাশ ঘেষে আত্রাই নদী। আর গ্রামের দুই প্রান্তে ব্রিজ। সব মিলে আমার গ্রাম আমার কাছে সবথেকে সুন্দর।